ফুটবল খেলে গোসলে নামে পাঁচ বন্ধু, এক ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের আলিগ্যাকাটা এলাকায় খাল থেকে মো. পারভেজ উদ্দিন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোর পারভেজ স্থানীয় অটোরিকশাচালক জাকের হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে স্থানীয় ১০–১২ কিশোর মাঠে ফুটবল খেলে। খেলা শেষে পাঁচ বন্ধু আলিগ্যাকাটা এলাকার নুনিয়ারছরা খালে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে নিখোঁজ হয়ে যায় কিশোর পারভেজ। এক ঘণ্টা পর তার নিথর দেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত পারভেজ স্থানীয় গ্রাম পুলিশ কামাল হোসেনের ভাতিজা। কামাল হোসেন বলেন, ফুটবল খেলা শেষে খালে গোসলের সময় মৃত্যু হয় পারভেজের। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা কিশোর পারভেজের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।