কুষ্টিয়ায় খালের পাড়ে পড়ে ছিল ব্যবসায়ীর গলাকাটা লাশ

লাশ
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি খালের পাড়ে পড়ে ছিল আবু তৈয়ব (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ। আজ সোমবার দুপুরে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলতলার খালের পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

আবু তৈয়বের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী এলাকায় ফুলের নার্সারিতে কাজ ও ফুলের ব্যবসা করতেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম বলেন, সকালে মাঠের কৃষকেরা খালের পাড়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে বা রাতের কোনো একসময় মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে এবং গলা কেটে হত্যা করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু করা হবে।