২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মনোনয়নপত্র জমা দিতে পারলেন না, বিফলে সব ত্যাগ ও আয়োজন

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা সদস্য রিনা গাজী
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্দিষ্ট সময়ে অনলাইনে জমা দিতে পারেননি রিনা গাজী নামে প্রার্থী হতে ইচ্ছুক একজন নারী। মহিলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে তিনি উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও প্যানেল চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক পদে আছেন।

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে রিনা গাজী ১৬ এপ্রিল ইউপি সদস্যের পদ থেকে পদত্যাগ করে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই তিনি গণসংযোগ চালাচ্ছিলেন।

রিনা গাজী প্রথম আলোকে বলেন, ‘আমার সব কাগজপত্র তৈরি ছিল। কিন্তু অনলাইনে মনোনয়নপত্র সাবমিট করতে গিয়ে দেরি হওয়ায় মনোনয়নপত্র দাখিল করতে পারিনি। বিকেল চারটার সঙ্গে সঙ্গেই অনলাইন সার্ভার বন্ধ হয়ে যায়। পরে রিটার্নিং কর্মকর্তার কাছে গেলেও তিনি মনোনয়নপত্র জমা নেননি।’

বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদার বলেন, নির্বাচন কমিশনের অনলাইন সার্ভার এমনভাবে তৈরি করা হয়েছে যে নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে তথ্য আপলোড বন্ধ হয়ে যাবে। সে ক্ষেত্রে আর কিছুই করার থাকে না। অনলাইনে ছাড়া মনোনয়নপত্র জমা নেওয়ার কোনো উপায় বা সুযোগ নেই।