সিলেট সিটি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে চিঠি

নির্বাচন কমিশন
ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের স্বাক্ষরিত এ চিঠি রোববার থেকে সম্ভাব্য প্রার্থীদের পাঠানো শুরু হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সিলেট সিটিতে দুই সপ্তাহ ধরে প্রচারণা, মহড়া ও নির্বাচনী সভা করছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। অথচ প্রতীক বরাদ্দের আগে এভাবে প্রচারণা চালানো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

আরও পড়ুন

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সিলেট সিটি নির্বাচনে ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা। ২৫ মে মনোনয়ন ফরম বাছাই ও আগামী ১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ২ জুন প্রতীক বরাদ্দ ও ২১ জুন ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। আচরণবিধি লঙ্ঘন করলে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থীর পক্ষে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন করলে অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের স্টাফ কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন প্রথম আলোকে বলেন, সম্ভাব্য সব প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে। যেসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।