কার্ড ছাড়া টিসিবির পণ্য কিনতে এসে না পেয়ে হামলা, ইউপি সদস্যসহ আহত ২

বরিশাল জেলার মানচিত্র

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড ছাড়া টিসিবির পণ্য না দেওয়ায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নেতৃত্বে বিতরণকাজে নিয়োজিত কর্মকর্তা ও ইউপি সদস্যদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ওই হামলায় নারী ইউপি সদস্যসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনায় আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

হামলায় আহত দুজন হলেন রত্নপুর ইউপির সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের সদস্য সুমিত্রা গোলদার ও তাঁর স্বামী রিপন গোলদার।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহত ব্যক্তিরা বলেন, গত বৃহস্পতিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া উচ্চবিদ্যালয় মাঠে রত্নপুর ইউনিয়নের কার্ডধারী ব্যক্তিদের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির জন্য নেওয়া হয়। এ সময় ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বরে ওয়ার্ডের ৬৯৯ জন কার্ডধারী ব্যক্তির কাছে ৪৭০ টাকায় ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি ডাল, ১ কেজি ছোলা ও ১ কেজি চিনি বিক্রি করা হয়।

শেষ পর্যায়ে কার্ড ছাড়া সেখানে টিসিবির পণ্য কিনতে আসেন রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কিবরিয়া সন্যামত, উপজেলা যুবলীগের সদস্য ঝন্টু সন্যামতসহ তাঁদের পাঁচ–ছয়জন সহযোগী। এ সময় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম তদারকি কাজের দ্বায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা আমিন ইসলাম তাঁদের কাছে কার্ড চান। কার্ড দিতে না পারায় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁরা ট্যাগ কর্মকর্তাকে হেনস্তা করেন। এ সময় ওই ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সুকদেব বাড়ৈ, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পান্নু ভূঁইয়া এবং সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের সদস্য সুমিত্রা গোলদার ও তাঁর স্বামী রিপন গোলদার ট্যাগ কর্মকর্তাকে রক্ষায় এগিয়ে গেলে তাঁদের মারধর করা হয়। ওই হামলায় আহত ইউপি সদস্য সুমিত্রা ও তাঁর স্বামী রিপন গোলদার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

ইউপি সদস্য সুমিত্রা গোলদার অভিযোগ করে বলেন, ‘টিসিবির পণ্য বিক্রির সময় প্রতি মাসেই ঝামেলা সৃষ্টি করেন। বৃহস্পতিবার কিবরিয়া সন্যামত, ঝন্টু সন্যামতসহ তাঁদের সমর্থকেরা কার্ড ছাড়া পণ্য নিতে আসেন। কিন্তু কার্ড ছাড়া পণ্য না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁরা ট্যাগ কর্মকর্তার দায়িত্বে থাকা আমিন ইসলামের ওপর হামলা চালান। আমিসহ অন্য ব্যক্তিরা ট্যাগ কর্মকর্তাকে রক্ষা করতে গেলে তাঁরা আমাকে ও আমার স্বামীকে মারধর করেন। বিষয়টি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’

রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কিবরিয়া সন্যামত ও আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সদস্য ঝন্টু সন্যামত হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার অভিযোগ সঠিক নয়। শুধু ট্যাগ কর্মকর্তার সঙ্গে তাঁদের হাতাহাতি হয়েছে।

এ প্রসঙ্গে রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশ্রাফ মীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কার্ড ছাড়া টিসিবির পণ্য না পেয়ে মেম্বারসহ তিনজনের ওপরে হামলার ঘটনা আমি শুনেছি। বিষয়টি অত্যান্ত দুঃখজনক।’

রত্নপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, কার্ড ছাড়া টিসিবির পণ্য না দেওয়ায় মারধরের ঘটনা ঘটেছে। বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেনকে জানানো হয়েছে।

আগৈলঝাড়ার ইউএনও মো. সাখাওয়াত হোসেন বলেন, এ বিষয়ে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আগামীকাল রোববার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।