বুম দিয়ে সাংবাদিকের মাথা ফাটানো আওয়ামী লীগ নেতা কারাগারে

আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বুম দিয়ে সাংবাদিকের মাথা ফাটানো আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন উরফে মন্টুকে (৭০) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসিন তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মনির উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধা। গতকাল সোমবার বিকেলে আহত সাংবাদিকের স্ত্রী রিতা আক্তার বাদী হয়ে ওই নেতাকে একমাত্র আসামি করে থানায় মামলা করলে বিকেলেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

বাদীর আইনজীবী আব্দুল জলিল চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামিপক্ষের আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেছিলেন। বিচারক আবেদনটি নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর উপজেলা সড়কের মনির উদ্দিন কমপ্লেক্সের নিচতলায় ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এশিয়ান টেলিভিশন ও সময়ের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামকে বুম দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আহত সাংবাদিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ধ্যার দিকে সাংবাদিকের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ওই কমপ্লেক্সের নিচতলার একটি কক্ষের ভাড়ার চুক্তিপত্র নিয়ে সাংবাদিক সাইফুল ইসলামের সঙ্গে আওয়ামী লীগ নেতা মনির উদ্দীনের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে সাংবাদিকের হাতে থাকা এশিয়ান টেলিভিশনের বুম কেড়ে নিয়ে সাংবাদিকের মাথায় আঘাত করেন ওই নেতা। তবে ঘটনার পর ওই নেতা দাবি করেছিলেন, সাংবাদিক সাইফুল তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় এবং বুম দিয়ে আঘাত করায় তিনি পাল্টা আঘাত করেন। ওই ঘটনার পর গতকাল বেলা দুইটার দিকে উপজেলা প্রেসক্লাবের একটি জরুরি সভায় দুই ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের দাবি জানান সাংবাদিকেরা।