আমতলীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশু নিহত
বরগুনার আমতলী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আমতলী-গাজীপুর সড়কের উত্তর গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জামিলা। সে উত্তর গাজীপুর এলাকার মিরাজ মৃধার মেয়ে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে শিশু জামিলা উত্তর গাজীপুর এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় চালবোঝাই ব্যাটারিচালিত একটি অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। স্বজনেরা রক্তাক্ত অবস্থায় শিশুটি উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অটোরিকশাচালক জুলহাস গাড়িটি রাস্তায় ফেলে পালিয়ে যান।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা লুনা বিনতে হক বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন বলেন, ‘অটোরিকশার চালককে আমরা গ্রেপ্তার করতে পারিনি। তিনি ঘটনার পরপরই পালিয়ে যান। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’