কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রবাসীর গাড়ি ছিটকে পাশের লেনে, প্রাণ গেল দুই স্বজনের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এক প্রবাসীকে নিয়ে বাড়িতে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় তাঁর দুই স্বজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ওই প্রবাসীসহ গাড়িতে থাকা ১১ জন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ার বক্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত দুজন হলেন কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর এলাকার আক্তার মিয়ার ছেলে মোহাম্মদ হোসাইন (১০) ও একই এলাকার মো. দুলাল মিয়া (৫০)। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী আবদুল মোমেনকে একটি মাইক্রোবাসে করে নিয়ে তাঁর স্বজনেরা কুমিল্লার বাড়ির দিকে যাচ্ছিলেন। শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে গাড়িটি গজারিয়ার বক্তারকান্দি এলাকায় আসে। সে সময় কুমিল্লামুখী একটি কাভার্ড ভ্যান গাড়িটিকে ধাক্কা দেয়। সে সময় গাড়িটি ছিটকে ঢাকামুখী সড়কে চলে যায়। এতে গাড়িতে থাকা যাত্রী, চালকসহ ১৩ জন আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফ কবির প্রথম আলোকে বলেন, আজ রোববার ভোর পাঁচটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত ১৩ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজন মারা যান। বাকি ১১ জনের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গজারিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রিয়াদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।