২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চট্টগ্রামে শ্রমিক ধর্মঘটে আবারও পণ্যবাহী কনটেইনার পরিবহন বন্ধ

চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকার ঘোষিত মজুরি দেওয়ার দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে প্রাইম মুভার ট্রেইলারসহ ভারী যানবাহনের শ্রমিক–চালকেরা। ধর্মঘটের কারণে বন্দের কন্টেইনার পরিবহন বন্ধ রয়েছে। অলস পড়ে আছে কন্টেইনারবাহী যানবাহন। আজ দুপুরে বন্দরের ৫ নম্বর গেটেছবি : জুয়েল শীল

কনটেইনার পরিবহনকারী গাড়ি প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের হঠাৎ ধর্মঘটে আবারও চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। এ কারণে বেসরকারি ডিপোগুলো থেকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দরে নেওয়া যাচ্ছে না। আবার বন্দর থেকে আমদানি পণ্যবাহী কনটেইনার খালাস করা যাচ্ছে না।

চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে গতকাল মঙ্গলবার গভীর রাতে এই ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়ন। এর আগে গত ২১ অক্টোবর থেকে দুই দিনব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিলেন তাঁরা। তবে ৩৪ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা কর্মসূচি স্থগিত করেন।

পরে মালিক শ্রমিক সংগঠনের নেতারা, বিআরটিএ ও শ্রম অধিদপ্তর ও বন্দরের কর্মকর্তারা দুই দফা সভা করেন। গতকালের বৈঠকে শ্রমিকদের নিয়োগপত্র প্রদানে আইনি কিছু বিষয়ে আপত্তি তোলেন মালিকেরা। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে প্রথমে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটের কাছে কাস্টমস মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বন্দর কর্মকর্তাদের তাঁদের বোঝালেও কাজ হয়নি। রাত ১২টা থেকে তাঁরা ধর্মঘট শুরু করেন।

জানতে চাইলে বেসরকারি ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার প্রথম আলোকে বলেন, ধর্মঘটের কারণে ডিপোগুলো থেকে রপ্তানি পণ্যের কনটেইনার বন্দরে পাঠানো যাচ্ছে না। বন্দর থেকে আমদানি পণ্যবাহী কনটেইনার ডিপোতে আনা যাচ্ছে না।