কিশোরের পায়ুপথে রড ঢুকিয়ে নির্যাতন, অভিযুক্ত গ্রেপ্তার

গ্রেপ্তার জাহেদ উল্লাহ বিন খালেদছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন লালখানবাজার এলাকায় এক কিশোরের পায়ুপথে লোহার রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে গতকাল মঙ্গলবার রাতে দোকানের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার কর্মচারীর নাম জাহেদ উল্লাহ বিন খালেদ (৪২)। তিনি লালখানবাজার ইস্পাহানি মোড় এলাকার বিরিয়ানি এক্সপ্রেস নামের একটি খাবারের দোকানের কর্মচারী। তাঁর বাসা আশকার দিঘিরপাড় এলাকায়।

আহত কিশোর একই দোকানের কর্মী। তার বাসা দামপাড়া এলাকায়। ১২ ফেব্রুয়ারি রাতে জাহেদ তার পায়ুপথে রড ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। এরপর কিশোরটি চমেক হাসপাতালে চিকিৎসা নেয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ জানান, ১২ ফেব্রুয়ারি রাতে দোকানে কাজ করছিল কিশোরটি। এ সময় কাজে ফাঁকি দেওয়ার অজুহাতে কিশোরটির পেছনে রড ঢুকিয়ে নির্যাতন করেন জাহেদ। এ কারণে তার পায়ুপথে সংক্রমণ হয়েছে বলে তিনি জানান।

পুলিশ জানায়, দেরিতে ঘটনা জানাজানি হওয়ার পর জাহেদকে গতকাল রাতে দোকান থেকে গ্রেপ্তার করা হয়। গতকালই কিশোরটির মা বাদী হয়ে তাকে আসামি করে খুলশী থানায় মামলা করেন।

আজ বুধবার দুপুরে খুলশী থানায় অভিযুক্ত জাহেদ ও কিশোরকে মুখোমুখি করে পুলিশ। এ সময় পুলিশের কাছে জাহেদ নিজের দোষ স্বীকার করে বলেন, রাগের মাথায় তিনি এ কাজ করেছেন। এ জন্য তিনি অনুতপ্ত।