বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ট্রেন থামিয়ে বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ রেলস্টেশন চালুর দাবিতে ছাত্র ইউনিয়নের রেললাইন অবরোধ। আজ বিকেল পাঁচটার দিকে
ছবি: প্রথম আলো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পূর্ণাঙ্গ রেলস্টেশন চালুর দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন রেলস্টেশন প্ল্যাটফর্মে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের সামনে পাঁচ মিনিট ধরে অবরোধ করে বিক্ষোভ করা হয়।

বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, প্রায় তিন যুগ পর ২০২২ সালের ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রেলস্টেশন নির্মাণের কাজ পুনরায় শুরু হয়। বর্তমানে অর্থসংকটের কারণে দুই মাসের বেশি সময় কাজ বন্ধ হয়ে আছে। ইতিপূর্বে প্রশাসনের পক্ষ থেকে বহুবার আশ্বাস দেওয়ার পরও রেলস্টেশনের নির্মাণকাজ চালু হয়নি। এরই পরিপ্রেক্ষিতে আজ এই অবরোধ কর্মসূচি। এরপরও যদি নির্মাণকাজ চালু না হয়, তাহলে আরও কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফাহানা তাহি তিজা বলেন, ‘ঠিকাদারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর তাঁরা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। শিক্ষার্থীদের সে সময় পর্যন্ত ধৈর্য ধরতে হবে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বলেন, ‘আমরা বিষয়টি পুলিশের বিশেষ শাখায় জানিয়েছি। তাঁদের দাবিটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পেশ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, রেলস্টেশনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই। ময়মনসিংহ রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থসংকটের কারণেই স্টেশনের নির্মাণকাজ স্থগিত আছে।

একই দাবিতে গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড়ে মানববন্ধন করে ছাত্র ইউনিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদ। ওই সময় পরবর্তী সাত দিনের মধ্য কাজ শুরুর আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।