এক মোটরসাইকেলে চার আরোহী, গাড়িচাপায় নিহত ২
বাগেরহাট সদর উপজেলায় গাড়িচাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী, আহত হয়েছেন অপর দুজন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার বাদামতলা এলাকায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মান্নান জমাদ্দারের ছেলে মিজান জমাদ্দার (৩৮) ও একই গ্রামের জাফর খানের ছেলে রাব্বি খান (২৫)। আহত দুজন হলেন—একই গ্রামের ফয়সাল খান ও রনি শেখ। নিহত রাব্বি খান মোটরসাইকেলমালিক ও চালক ছিলেন। বাকি তিনজন মোটরসাইকেলটির আরোহী।
শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ বলেন, নিজের মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন রাব্বি খান। তাঁর মোটরসাইকেলে চারজন একসঙ্গে বাগেরহাটে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। একটি মামলায় হাজিরা দিতে তিন আরোহী মোটরসাইকেলে বাগেরহাটের আদালতে যাচ্ছিলেন।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী একটি গাড়ি বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাদামতলার চারার ঘর এলাকায় মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে পাশে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি গাড়ির নিচে চলে যায়। স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যান। এ ঘটনার পর গাড়িচালক পালিয়ে গেছেন, তবে গাড়িটি জব্দ করেছে পুলিশ।
বাগেরহাট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জিয়াউল আদনান বলেন, সকালে দুজনকে মৃত অবস্থায় এবং অপর দুজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।