ঢাকা থেকে ফেরার পথে মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর মেহেদী হাসানছবি: সংগৃহীত

মাগুরায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সভাপতি মীর মেহেদী হাসান। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মাগুরা সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে তিনটি নাশকতার মামলায় আসামি হিসেবে নাম আছে ছাত্রলীগের সাবেক নেতা মীর মেহেদী হাসানের। তিনি ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এর আগে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। গ্রেপ্তার এড়াতে আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। গতকাল ঢাকা থেকে বাসে মাগুরায় আসছিলেন। রাত একটার দিকে পারনান্দুয়ালী এলাকায় বাস থেকে নামলে পুলিশ তাঁকে আটক করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী আজ মঙ্গলবার সকালে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নামে নাশকতার তিনটি নিয়মিত মামলা আছে। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।