আটোয়ারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মালবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পাটশিরি হাট এলাকায় পঞ্চগড়-আটোয়ারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম সরওয়ার কামাল (৬০)। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন ধরে পঞ্চগড়ে শুকনা মরিচ সরবরাহের ব্যবসা করতেন। ব্যবসাসংক্রান্ত কাজে তিনি পঞ্চগড় শহরে একটি আবাসিক হোটেলে থাকতেন। এ ঘটনায় আহত চালকের নাম ইলিয়াস হোসেন (৩৭)। তিনি আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সরকারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে সরওয়ার ও ইলিয়াস পঞ্চগড়ের সদর উপজেলার ফুটকিবাড়ি বাজারে শুকনা মরিচ কিনেছেন। সন্ধ্যার পর তাঁরা দুজন এসব মরিচ আটোয়ারী উপজেলা শহরের একটি গুদামে রেখে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে ফিরছিলেন। এ সময় তাঁরা পঞ্চগড়-আটোয়ারী সড়কের পাটশিরি হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই সড়কের পাশে ছিটকে পড়েন। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা সরওয়ার মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আহত ইলিয়াস হোসেনকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত সরওয়ারের লাশ উদ্ধার করে। এদিকে ইলিয়াসের অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ গতকাল রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে ওই পিকআপ ভ্যানের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন।