এক দিনের ব্যবধানে সিলেট মহানগর আওয়ামী লীগের ছয়টি ওয়ার্ড কমিটি স্থগিত

সিলেট জেলার মানচিত্র

সিলেট মহানগরে নবগঠিত ছয়টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণার এক দিন না পেরোতেই তা স্থগিত করা হয়েছে। একইভাবে নবগঠিত অপর ৯টি ওয়ার্ডেও কমিটি গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ছয়টায় মহানগর আওয়ামী লীগ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়টি নিশ্চিত করেছে।

দলীয় নেতা-কর্মীরা বলেন, আগামী দ্বাদশ নির্বাচনের আগে নতুন করে কোনো কমিটি যেন না করা হয়, সে বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা ছিল। প্রধানমন্ত্রী ও দলীয়প্রধান শেখ হাসিনা এ নির্দেশনা দিয়েছেন। এ বিষয়টা খেয়ালে না থাকায় গতকাল শুক্রবার রাতে ছয়টি ওয়ার্ডের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। নির্দেশনার বিষয়টি নজরে আসায় কমিটি গঠন প্রক্রিয়া দ্রুত স্থগিত করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহসিন কামরান গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ কমিটি গঠনের তথ্য জানিয়েছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগরের নবগঠিত ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে আহ্বায়কসহ তিনজন করে যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণার বিষয়টি জানানো হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এসব কমিটি অনুমোদন দেন।

ছয়টি কমিটির মধ্যে ২৮ নম্বর ওয়ার্ডে মো. গৌছ মিয়া, ২৯ নম্বর ওয়ার্ডে তাহসিন আহমদ, ৩০ নম্বর ওয়ার্ডে মো. ফজলুল করিম, ৪০ নম্বর ওয়ার্ডে মো. শাহজাহান করিম, ৪১ নম্বর ওয়ার্ডে আনা মিয়া এবং ৪২ নম্বর ওয়ার্ডে আবদুর রহমানকে আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেন, আহ্বায়ক কমিটি গঠনের পরপরই সমালোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী ও দলীয়প্রধান যখন কমিটি গঠন না করার জন্য নির্দেশনা দিয়েছেন, তখন এ কমিটি গঠন কীভাবে করা হয়, এ নিয়ে প্রশ্ন ওঠে দলের ভেতরে। এরপরই কমিটি স্থগিতের ঘোষণা দেয় মহানগর আওয়ামী লীগ।

এর পরিপ্রেক্ষিতে আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহসিন কামরান গণমাধ্যমে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। এতে বলা হয়, সিলেট মহানগরের আওতাধীন নবগঠিত ১৫টি ওয়ার্ডে কমিটি গঠনের জন্য বেশ আগে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছিল। পরে জমা হওয়া জীবনবৃত্তান্ত যাচাই–বাছাই শেষে ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়টি জানার পর আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ঘোষিত ছয়টি ওয়ার্ডসহ অবশিষ্ট ৯টি ওয়ার্ড কমিটির গঠনপ্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছেন মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, দলের নির্দেশনার বিষয়টি  তাঁদের খেয়াল ছিল না। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে কমিটি গঠনপ্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে তাঁরা এখন সাংগঠনিকভাবে কাজ করছেন।