সিলেটে গভীর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
সিলেটে সড়ক বিভাজকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে এক সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মকসুদ আহমদ (৪৮)। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেট সিটি করপোরেশন মইয়ারচর এলাকার বাসিন্দা।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে সাংবাদিক মকসুদ মোটরসাইকেলে করে সিলেট শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে মদিনা মার্কেট এলাকায় সড়কে থাকা কিছু বেওয়ারিশ কুকুর দেখে তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) জাফর ইমাম জানান, নিহত মকসুদ আহমদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।