তুরাগতীরে চলছে দ্বিতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম, এক মুসল্লির মৃত্যু

তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। আজ মঙ্গলবার সকালেছবি: প্রথম আলো

টঙ্গীর তুরাগতীরে চলছে তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। আজ মঙ্গলবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা উবাইদুল্লাহর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। এখন চলছে ধাপে ধাপে বয়ান। ইজতেমায় অংশ নিতে তুরাগতীরের ইজতেমা মাঠে জড়ো হয়েছেন অসংখ্য মুসল্লি।

মাওলানা জোবায়েরের অনুসারীরা এবারই প্রথম দুই ধাপে ইজতেমা পালন করছেন। গতকাল সোমবার জোহরের নামাজের পর শুরু হয় দ্বিতীয় ধাপের ইজতেমার কার্যক্রম। এ ধাপে অংশ নিচ্ছেন ২২ জেলা ও ঢাকার একাংশ। এর আগে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম ধাপের ইজতেমা। ওই ধাপে অংশ নিয়েছিলেন ৪১ জেলা ও ঢাকার একটি অংশ।

মাওলানা জোবায়েরের অনুসারী ইজতেমা আয়োজকেরা জানান, আজ ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের কার্যক্রম। বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবাইদুল্লাহ। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশি মাওলানা জাকিরিয়া। ফজরের নামাজের পর শুরু হওয়া বয়ান শেষ হয় সকাল ১০টার দিকে। এরপর তালিম শেষে জোহর, আছর ও মাগরিবের নামাজের পর ধাপে ধাপে চলবে বয়ান। এর মাঝের সময়টাতে মুসল্লিরা ব্যস্ত থাকবেন তাবলিগ জামাতের নিজেদের মধ্য ইসলামি আলোচনা, জিকির-আসকার ও অন্যান্য কাজকর্মে।

ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান প্রথম আলোকে বলেন, ‘আমাদের দ্বিতীয় ধাপের ইজতেমায় লাখ লাখ মুসল্লি সমবেত হয়েছেন। আমাদের মাঠ ভরে গেছে। সবাই ইমান-আমলে সময় পার করছেন।’

সকাল সাড়ে ৯টায় সরেজমিন দেখা যায়, তুরাগতীরের ইজতেমা মাঠের বিশাল শামিয়ানার ভেতর অবস্থান করছেন হাজারো মুসল্লি। তবে এবার শুধু ২২ জেলা ও ঢাকার কিছু একাংশ অংশ নেওয়া মুসল্লি সংখ্যা আগের চেয়ে কম। মাঠে পাটি ও চট দিয়ে বিছানা পেতে বসে বয়ান শুনছেন মুসল্লিরা। এর মাঝেই কেউ ব্যস্ত সকালের রান্নায়। কেউ কেউ করছিলেন অজু ও গোসলের কাজ।

আরও ১ মুসল্লির মৃত্যু

গতকাল রাতে ইজতেমায় আসা আরও এক মুসল্লির মৃত্যুর খবর জানিয়েছেন গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। মারা যাওয়া মুসল্লির নাম আমির হোসেন (৬৫)। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি রাত ১১টার দিকে বার্ধক্যের কারণে মারা গেছেন বলে জানা যায়।

এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যান নরসিংদীর সাইফুল ইসলাম নামের এক মুসল্লি। এর আগে প্রথম ধাপের ইজতেমায় মারা যান ৫ জন। সে হিসাবে এখন পর্যন্ত মাওলানা জোবায়েরের অনুসারীদের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭–এ।