জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, ১৮ জুন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি কমিটি ঘোষিত তারিখ অনুযায়ী, ১৮ জুন সকাল ৯টায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ, জেইউ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ বছরের ভর্তি পরীক্ষার কার্যক্রম। একই দিন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ‘সি১’ ইউনিট এবং কলা ও মানবিকী অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় পরিচালনা কমিটির সচিব আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ জুন আইবিএ, সি১ এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯ জুন সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা চারটি পালায় (শিফট) অনুষ্ঠিত হবে। একই দিন ‘ই’ ইউনিটের পরীক্ষা দুটি পালায় নেওয়া হবে। ২০ জুন গাণিতিক ও পদার্থবিজ্ঞান এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছয়টি পালায় হবে। এরপর ২১ ও ২২ জুন জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চার পালা করে আট পালায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২৩, ২৪ ও ২৫ জুন ‘সি১’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শেষ হবে এ বছরের ভর্তি পরীক্ষা কার্যক্রম।

এদিকে গত ৩১ মে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদনপ্রক্রিয়া শেষ হয়। আবেদন শুরু হয়েছিল গত ৯ মে। এ বছর স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭টি। এ হিসাবে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৩৬ জন ভর্তি-ইচ্ছুক। তবে গত বছর এই আসনসংখ্যার বিপরীতে আবেদন জমা পড়েছিল ২ লাখ ৮৪ হাজার ৬০৫টি। ওই বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫১ জন ভর্তি-ইচ্ছুক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর মোট ৭টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি ৭৬ হাজার ৬৪টি আবেদন জমা পড়েছে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। সবচেয়ে কম ৫ হাজার ৬৫টি আবেদন জমা পড়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ‘সি১’ ইউনিটে। এ ছাড়া গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটে ৬১ হাজার ৮৬৪টি, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৪১ হাজার ৪৬৯ জন, কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটে ৪১ হাজার ৪৪৫ জন, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ১৮ হাজার ৯৭ জন এবং আইবিএ–জেইউ ইউনিটে ৫ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

ভর্তি পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এবারও পালা পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে। ৫৫ মিনিটের ভর্তি পরীক্ষায় ভর্তি-ইচ্ছুকদের ৮০টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী এ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২০ নম্বর কাটা যাবে। এই ৮০ নম্বরের সঙ্গে ভর্তি-ইচ্ছুকদের এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

এ বছর আবেদনের সংখ্যা কমের কারণ কী হতে পারে—জানতে চাইলে কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্যসচিব আবু হাসান বলেন, ‘আবেদন একেক বছর একেক রকম হয়। গতবার যা ছিল, তার আগেরবার আরও বেশি ছিল। তবে কী কারণে কম হচ্ছে, এটা তো জরিপ করা হয়নি, তাই বলতে পারছি না।’