মারধর, সালিসে ‘তালাক’, আরেক পুরুষের সঙ্গে বিয়ে
কুমিল্লার চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে হাত বেঁধে মারধর করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। উপজেলার শ্রীপুর ইউনিয়নে পাঁচ দিন আগে ওই ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাতে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের পরদিন গত শুক্রবার ইউপি সদস্যের নেতৃত্বে স্থানীয়ভাবে সালিস বসে। সেখানে প্রবাসীর সঙ্গে ওই নারীর ‘বিবাহবিচ্ছেদ’ ঘটানো হয় এবং আরেক পুরুষের সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয়।