পিরোজপুরে মারধর ও চাঁদাবাজি মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

অনিরুজ্জামান
ছবি: সংগৃহীত

পিরোজপুর জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি অনিরুজ্জামানকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে শহরের এলজিইডি কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক খুরশিদ আলম (৩২) বাদী হয়ে মারধর ও চাঁদা দাবির অভিযোগে গতকাল রাতে পিরোজপুর সদর থানায় একটি মামলা করেন। এতে অনিরুজ্জামানসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার অনিরুজ্জামান পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামানের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক খুরশিদ আলমের কাছে বিভিন্ন সময়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি তিন দফায় অনিরুজ্জামানকে ১০ লাখ টাকা চাঁদা দিয়েছেন। গতকাল বিকেল পাঁচটার দিকে খুরশিদ আলম পিরোজপুর এলজিইডি কার্যালয়ে কাজ শেষে বের হন। আগে থেকে সেখানে ওত পেতে থাকা অনিরুজ্জামানের নেতৃত্বে তাঁকে মারধর করা হয়। এ সময় খুরশিদ আলমের কাছ থেকে ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত খুরশিদ আলমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খুরশিদ আলম বলেন, “এলজিইডি কার্যালয় থেকে বের হওয়ার পর অনিরুজ্জামান আমাকে দেখে বলেন, ‘তোর কাছে টাকা চাইছি। টাকা না দিয়ে পিরোজপুরে ঘোরাফেরা করিস।’ এরপরই পিস্তলের বাঁট দিয়ে আমার মাথা, ঘাড় ও কানে আঘাত করেন। অন্যরা জিআই পাইপ দিয়ে মারধর করে।”

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক রমজান আলী বলেন, খুরশিদ আলমের শরীরের আঘাত গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, গ্রেপ্তারের পর ডিবি পুলিশ অনিরুজ্জামানকে সদর থানায় সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে মারধর ও চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, অনিরুজ্জামানের বিরুদ্ধে জেলা ছাত্রলীগের সভাপতি থাকাকালে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেয় সংগঠনের কেন্দ্রীয় কমিটি। এখন পর্যন্ত নতুন কমিটি ঘোষণা করা হয়নি।