নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় দলিল লেখক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৬০) নামের এক দলিল লেখক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত নয়টার দিকে শহরের পৌরসভাসংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা গ্রামের শাহজাহান হাজীর ছেলে। তিনি সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন ভূমি কার্যালয়ের একজন দলিল লেখক।

নিহত জাহাঙ্গীরের ভাগনে সাইফুল ইসলাম জানান, একজন দলিল লেখক হিসেবে জাহাঙ্গীরকে প্রায়ই নরসিংদীর সাবরেজিস্ট্রি অফিসে আসতে হতো। গতকাল তিনি সাবরেজিস্ট্রি অফিসের কাজ সেরে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। পৌরসভা মোড় থেকে অটোরিকশায় ওঠার জন্য রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, গতকাল রাত নয়টার দিকে খুব বৃষ্টি হচ্ছিল। এ সময় জাহাঙ্গীর পৌরসভা ও সদর হাসপাতালের মাঝামাঝি পুরাতন বাসস্ট্যান্ডের সামনে রাস্তা পার হচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় হুট করে একটি মোটরসাইকেল এসে তাঁকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাতসহ গুরুতর আহত হন। তবে মোটরসাইকেলটি পালিয়ে যেতে পারলেও এর নম্বরপ্লেট খসে রাস্তায় পড়ে যায়।

পাশের একটি ওষুধের ফার্মেসিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন জাহাঙ্গীরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেলটিতে আরোহী হিসেবে দুই যুবক অবস্থান করছিলেন। দুঃখজনক ব্যাপার হলো, দুর্ঘটনার পর তাঁরা কোনো সহযোগিতা না করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। ওই মোটরসাইকেল থেকে খসে পড়া নম্বরপ্লেটটি তদন্ত করে ওই দুজনকে আইনের আওতায় আনা দরকার।

জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া জানান, নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।