ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশক পানে দম্পতির মৃত্যু

মরদেহপ্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কীটনাশক পান করে এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার কুড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এই দম্পতি হলেন আল আমিন (৩৫) ও তাঁর স্ত্রী জরিনা খাতুন (২৫)। আল আমিন কুড়েরপাড় এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা একই নোয়াগাঁও গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে। আল আমিন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। এই দম্পতির দুই ছেলে-মেয়ে আছে।

পুলিশ, পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রায় ১১ বছর আগে জরিনার সঙ্গে আল আমিনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আল আমিন ধারদেনা করে ব্যাটারিচালিত ইজিবাইক কিনলেও পরে সেটি বিক্রি করে দেন। এ নিয়ে স্ত্রী জরিনার সঙ্গে গতকাল রাতে ঝগড়া হয়। এরপর জরিনা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে আল আমিনও কীটনাশক পান করেন। পরে রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জরিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে আল আমিন মারা যান।

আল আমিনের মা সামসুন্নাহার বেগম বলেন, সাংসারিক অশান্তি ও অভাব-অনটনের কারণেই তাঁর ছেলে ও ছেলের বউ এমন করেছেন। তাঁদের ছেলে-মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

জরিনার ভাই আনোয়ার হোসেন বলেন, অভাব-অনটন ও টানাপোড়েনের মধ্যে তাঁদের সংসার চলছিল। এসব নিয়ে ঝগড়ার একপর্যায়ে তাঁর বোন ও বোনের স্বামী কীটনাশক পান করে মারা গেছেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য ওই দম্পতির মরদেহ ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।