‘মব’ সৃষ্টি করে তিনজনকে মারধর, কিশোরের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে ‘মব’ সৃষ্টি করে তিন কিশোরকে বেঁধে পেটানো হয়েছে। এতে রিহান মহিন (১৫) নামের একজনের মৃত্যু হয়েছে। কাঞ্চননগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। মারধরে আহত মানিক ও রাহাত হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ মনে করছে, পূর্বের শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ফটিকছড়ি থানার ওসি বলেন, এ ঘটনাকে চোর সন্দেহে গণপিটুনি বলে মনে হচ্ছে না।