‘মব’ সৃষ্টি করে তিনজনকে মারধর, কিশোরের মৃত্যু

চোর সন্দেহ তিন কিশোরকে রশি দিয়ে বেঁধে পেটানো হচ্ছে। আজ ভোরে চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নেছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে ‘মব’ সৃষ্টি করে তিন কিশোরকে বেঁধে পেটানো হয়েছে। এতে রিহান মহিন (১৫) নামের একজনের মৃত্যু হয়েছে। কাঞ্চননগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। মারধরে আহত মানিক ও রাহাত হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ মনে করছে, পূর্বের শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ফটিকছড়ি থানার ওসি বলেন, এ ঘটনাকে চোর সন্দেহে গণপিটুনি বলে মনে হচ্ছে না।