ভুল রেলস্টেশনে নামা তরুণীকে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার
ট্রেন থেকে ভুল করে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে নেমে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী (১৯)। এক মাস পর আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিজের বাড়িতে ফেরার জন্য এক তরুণী গত ৮ জুলাই রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন ট্রেনে ওঠেন। পরদিন ভোর চারটার দিকে কুলাউড়া রেলস্টেশন মনে করে এই তরুণী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশন নেমে পড়েন। পরে বিষয়টি বুঝতে পারেন। সেখানেই প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন ওই তরুণী। এ সময় মামুন মিয়া (২৫) নামে এক ব্যক্তি স্টেশনে আসেন। ওই তরুণীকে বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে পাশের একটি নির্জন বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। এর কিছুক্ষণ পর শায়েস্তগঞ্জ উপজেলার নিজগাঁও গ্রামের একটি বাগানে নিয়ে দলবদ্ধভাবে আবার ধর্ষণ করেন আরও তিনজন।
পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করান। এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় পুলিশ তিনজনকে আসামি করে মামলা করেন।
ওই মামলার এক মাস পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–৯–এর একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে মামুন মিয়াকে শায়েস্তগঞ্জ পৌর এলাকার তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব–৯–এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, মামুন মিয়াকে গ্রেপ্তারের পর শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা আদালতের মাধ্যমে তাঁকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে।