উখিয়ার আশ্রয়শিবিরে রোহিঙ্গা নারীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প-৯) খুরশিদা বেগম (২৭) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাতে ওই আশ্রয়শিবিরের এইচ-১ ব্লকের রোহিঙ্গা শেডে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক খুরশিদা বেগমের স্বামী লিয়াকত আলী (৩০)।

লিয়াকত ওই আশ্রয়শিবিরে এইচ-১ ব্লকের বাসিন্দা আবু সৈয়দের ছেলে। আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা সলিম উল্লাহ বলেন, খুরশিদা ও তাঁর স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কথা-কাটাকাটির সময় দা দিয়ে খুরশিদাকে কুপিয়ে গুরুতর আহত করেন তাঁর স্বামী। খুরশিদা মাটিতে লুটে পড়লে লিয়াকত পালিয়ে যান। স্থানীয় রোহিঙ্গারা রক্তাক্ত অবস্থায় খুরশিদাকে উদ্ধার করে আশ্রয়শিবিরের অভ্যন্তরের হাসপাতালে নিয়ে গেলে রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক খুরশিদাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিয়াকতকে আটকের চেষ্টা চলছে।