ভিটা ভরাটের জন্য পুকুর কেটেছিলেন, সেখান থেকেই মেয়ের লাশ তুললেন বাবা

মিফতাহুল জান্নাতছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মধ্যম জালিয়াকাটা এলাকার বাসিন্দা আবু হানিফ কিছুদিন আগে নতুন বসতভিটা তৈরি করেছেন। ভিটা ভরাটের জন্য পাশে একটি পুকুর কাটেন তিনি। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে সবাই যখন ভাত খেতে ঘরে ঢোকেন, তখন তাঁর সাত বছর বয়সী শিশুকন্যা মিফতাহুল জান্নাত পুকুরটিতে পড়ে যায়। সাঁতার না জানায় সে আর উঠতে পারেনি।

ভাত খেতে বসে সবাই মিফতাহুলকে খোঁজ করে না পেয়ে এদিক-সেদিক খুঁজতে থাকে। পরে তার বাবা আবু হানিফ নিজে পুকুরে নেমে মেয়ের মরদেহ তুলে আনেন। এ ঘটনায় আবু হানিফসহ তাঁর পরিবারের সদস্যরা শোকে ভাসছেন।

নিহত মিফতাহুল স্থানীয় বারবাকিয়া এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

মিফতাহুলের চাচা শওকত হোসেন বলেন, আবু হানিফ ভাত খাওয়ার পর মিফতাহুলকে না দেখে এদিক-সেদিক খুঁজতে থাকেন। কোথাও না পেয়ে তাঁর সন্দেহ হয়, মেয়ে পুকুরে পড়েছে। তখন তিনি পাশের পুকুরে নেমে পড়েন। একপর্যায়ে হানিফের পা মিফতাহুলের গায়ে ঠেকে। তখনই চিৎকার করে কেঁদে ওঠেন হানিফ। পরে মরদেহটি কুড়িয়ে কূলে তুলে আনেন তিনি।

স্থানীয় বারবাকিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম বদিউল আলম বলেন, মাগরিবের নামাজের পর মিফতাহুলকে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকার লোকজন শোকাহত।