বর্তমান নির্বাচন কমিশনারদের কোনো ব্যক্তিত্ব নেই: বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত প্রতিবাদ সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ বুধবার বিকেলে উপজেলার ডাকবাংলো চত্বরে
ছবি: প্রথম আলো

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বর্তমান নির্বাচন কমিশনারদের সমালোচনা করে বলেছেন, তাঁদের কোনো ব্যক্তিত্ব নেই। তবে তিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনার ভূয়সী প্রশংসা করেন। আবু হেনাকে সে সময়ের একজন সেরা ও যোগ্য নির্বাচন কমিশনার হিসেবে তিনি দাবি করেন।

আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরের ডাকবাংলো চত্বরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এ কথা বলেন। ১৯৯৯ সালের ১৫ নভেম্বর জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে জনগণের ভোটাধিকার হরণে তৎকালীন সরকারের ভূমিকার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিবছর ১৫ নভেম্বরকে ‘ভোট ডাকাত দিবস’ হিসেবে পালন করে আসছে।

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিবাদ সভায় মানুষের জমায়েত। আজ বুধবার বিকেলে উপজেলার ডাকবাংলো চত্বরে
ছবি: প্রথম আলো

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আবদুস সবুর খানের সভাপতিত্বে কাদের সিদ্দিকী বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন। শেখ হাসিনার উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘আপনার যখন যা ইচ্ছা, তা–ই বলেন। কিছু হলেই হুমকি দেন খালেদা জিয়াকে আবার কারাগারে আনা হবে। সব সময় একটু ভেবেচিন্তে কথা বলবেন। বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করলে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে আসতে পারতেন না। তখন আপনিও প্রধানমন্ত্রী হতে পারতেন না।’

এই সভায় কাদের সিদ্দিকী বিএনপিরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘জনসভায় লোক হলেই ভাইবেন না যে আপনারা জিতে গেছেন। আপনাদের হাওয়া ভবনের কথাও মানুষের মনে আছে।’

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর প্রতীক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, কাদের সিদ্দিকীর ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক, জেলা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, উপজেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্রমুখ।