নোয়াখালীতে দ্রুতগতির গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় নারী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালী সদর উপজেলায় দ্রুতগতির গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (৫০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ছয়টার দিকে ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লাকিয়া এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর ক্যাম্পের সামনের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে সুধারাম থানার পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাঁর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী ওই নারী মানসিক রোগী ছিলেন। তাঁকে প্রায় সময় ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত।

আজ সকাল আনুমানিক ছয়টার দিকে ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লাকিয়া এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর ক্যাম্পের সামনের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে পশ্চিম পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশের দুই পা থেঁতলে গাড়ির চাপায় পুরোপুর চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, সকালে কোনো গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে গেছে।

এসআই রিয়াজ উদ্দিন জানান, নিহত নারীর নাম–পরিচয় জানাতে পারেননি স্থানীয় বাসিন্দারা। তাই নাম-পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা করছেন। নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।