গাজীপুরে অবরোধের সকালে দুটি কাভার্ড ভ্যানে আগুন

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর সালনা এলাকায় দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালেছবি: প্রথম আলো

বিএনপির অবরোধের মধ্যে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সালনা এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও গুড উইল ক্যারিয়ার নামের দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৩-৪টি মোটরসাইকেলে ৭-৮ জন লোক প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ি গতিরোধ করেন। পরে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘আমরা সাতটার দিকে আগুনের খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। কাভার্ড ভ্যান সম্পূর্ণ পুড়ে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।’

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, দুর্বৃত্তরা দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।