বেড়ায় স্কুলের বারান্দা থেকে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

পাবনার বেড়া উপজেলায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার সরকারি বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয়ের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাসান আলী (৪০) পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার এন্তাজ আলীর ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে সরকারি বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয়ের বারান্দায় হাসান আলীর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের চাচাতো ভাই নূর ইসলাম জানান, হাসান আলী কখনো রাজমিস্ত্রির জোগালি, আবার কখনো রিকশাশ্রমিকের কাজ করতেন। গতকাল রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে তিনি সরকারি বিবি হাইস্কুলের বারান্দায় গিয়ে হাসান আলীর লাশ শনাক্ত করেন। তিনি জানান, রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা গলা কেটে ও কুপিয়ে ক্ষতবিক্ষত করে হাসানকে হত্যা করে থাকতে পারে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের খুঁজে বের করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।