পটুয়াখালীতে এক দিনে পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় এক দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন রাঙ্গাবালী উপজেলার এবং তিনজন গলাচিপা উপজেলার। গতকাল সোমবার সকাল ও দুপুরে এসব ঘটনা ঘটে।

নিহত চার শিশু হলো গলাচিপার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের জলিল মৃধার ছেলে জুবায়ের মৃধা (৪), গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের জাফর হাওলাদারের ছেলে মাহিদুল ইসলাম (৩), গলাচিপা সদর ইউনিয়নের লোন্দা গ্রামের হেলাল মাতুব্বরের ছেলে প্রতিবন্ধী তামিম মাতুব্বর (১০) ও কলাগাছিয়া ইউনিয়নের কল্যানকলস গ্রামের শাহীন হাওলাদারের ছেলে আবদুল্লাহ (৩)।

জুবায়ের, মাহিদুল ও তামিমের বাড়ির পাশের জলাধারে ডুবে মৃত্যু হয়। অপর শিশু আবদুল্লাহ রাঙ্গাবালীর চর মোন্তাজ ইউনিয়নের মধ্য চরমোন্তাজ গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

প্রতিবেশী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে আবু সামসুদ্দিন প্রথম আলোকে বলেন, আবদুল্লাহ (৩) মা–বাবার একমাত্র ছেলে। দুই সপ্তাহ আগে মা লিজা বেগম শিশুসন্তানকে নিয়ে রাঙ্গাবালী উপজেলার মধ্য চরমোন্তাজ গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যায়। সোমবার দুপুরে লিজা বেগম ঘরে রান্না করছিলেন। এ সময় আবদুল্লাহ খেলতে খেলতে বাড়ির পুকুরে পড়ে যায়। একপর্যায়ে ছেলেকে না পেয়ে খুঁজতে গিয়ে পুকুরে ভাসতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

এদিকে গলাচিপার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের জুবায়েদ (৪) সোমবার সকালে ঘরের সামনে উঠানে খেলছিল। এ সময় মা–বাবা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় জুবায়ের। পরে মা তাকে খুঁজতে গিয়ে পুকুরে ছেলের লাশ ভাসতে দেখেন।

গলাচিপার গালখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামে বাড়ির পাশেই শিশু মাহিদুলের (৩) নানাবাড়ি। সোমবার সকালে ছেলেকে নানাবাড়িতে রেখে একটা কাজে গিয়েছিলেন মাহিদুলের মা। শিশুটি খেলতে খেলতে একপর্যায়ে নানাবাড়ির পাশের ডোবায় পড়ে যায়। মাহিদুলের বাবা জাফর হাওলাদার প্রথম আলোকে বলেন, ছেলেকে খুঁজতে গিয়ে ডোবা থেকে ভাসমান লাশ উদ্ধার করেন তাঁরা।

সোমবার সকালে গলাচিপা সদর ইউনিয়নের লোন্দা গ্রামের শিশু তামিমের (১০) বাবা কাজে ও মা গরু চড়াতে পাশের বিলে যান। এ সময় বাড়িকে তামিম খেলছিল। একপর্যায়ে বাড়ির পাশের খালে পড়ে যায় তামিম। প্রতিবেশীরা খুঁজতে গিয়ে খাল থেকে তামিমের লাশ উদ্ধার করে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুনিত কুমার গায়েন তাঁর উপজেলায় সোমবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।