নির্বাচনের সরঞ্জাম পৌঁছায়নি, সেন্ট মার্টিনে ভোট গ্রহণ স্থগিত

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্ট মার্টিন দ্বীপে গতকাল নির্বাচনী সামগ্রী পাঠানো সম্ভব হয়নিফাইল ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় রিমালের কারণে সরঞ্জাম না পৌঁছানোয় কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে সেন্ট মার্টিনের একমাত্র কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রটি হলো সেন্ট মার্টিন ইউনিয়নের ৬০ নম্বর জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের (পরিচালক-২) উপসচিব মো. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে উপজেলাটির অন্য ৫৯টি কেন্দ্রে আজ বুধবার ভোট গ্রহণ চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে তৃতীয় দফার উপজেলা পরিষদের নির্বাচনে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নের ভোটকেন্দ্রে সব পদের জন্য ভোট গ্রহণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, আজ টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। উপজেলাটির ৬০টি কেন্দ্রে ভোট গ্রহণ করার কথা ছিল। একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ায় বাকি ৫৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, আজ টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। উপজেলাটির ৬০টি কেন্দ্রে ভোট গ্রহণ করার কথা ছিল। একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ায় বাকি ৫৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ইউনিয়নে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে গতকাল সন্ধ্যায় সাতটা পর্যন্ত ভোটের সরঞ্জাম পাঠানো সম্ভব হয়নি।

গতকাল প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটওয়ারী। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটের সরঞ্জাম দ্বীপটিতে পাঠানো যায়নি। ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেখানে পৌঁছাতে পারেননি। তাই কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এবারই প্রথম পুরো উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সেন্ট মার্টিনের একমাত্র ভোটকেন্দ্র ৬০ নম্বর জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৭১৩ জন। পুরুষ ভোটার ১ হাজার ৮৫৮ এবং নারী ভোটার ১ হাজার ৮৫৫।

অন্যদিকে টেকনাফ উপজেলার ৬০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৮০ হাজার ৪২০ ভোটার। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৮৮০, নারী ভোটার ৮৮ হাজার ৫৩৮। টেকনাফ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে মোট নয়জন প্রার্থী আছেন।