সোনাগাজীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আশরাফুল ইসলাম
ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বরই পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম ওরফে সজীব (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া আশরাফুল ইসলাম উপজেলার নবাবপুর ইউনিয়নে মধ্যম ফতেহপুর এলাকার একরামুল হকের ছেলে। সে স্থানীয় আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

আশরাফুলের মা খাদিজা বেগম বলেন, তাঁর ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গাছ থেকে বরই পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এ জন্য তিনি কাউকে দায়ী করছেন না। পুলিশ যাতে তাঁর ছেলে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে দেয়, সে জন্য আজ রোববার জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করবেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম গতকাল শনিবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে মুহুরি প্রকল্প এলাকায় বেড়াতে যায়। প্রকল্পের আশপাশের এলাকায় ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় সে মুহুরি প্রকল্প সেতুর পাশে একটি বরই গাছে বরই পাড়তে ওঠে। এ সময় হঠাৎ করে আশরাফুল পা ছিটকে গাছ থেকে পাশের বিদ্যুতের সংযোগ লাইনের ওপরে পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জলসে যায়। আশপাশের লোকজন আশরাফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুহুরি প্রকল্প পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে সোনাগাজী সার্কেলে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তাসলিম হোসাইন ও সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে ময়নাতদন্ত ছাড়াই কিশোরের লাশ তার মায়ের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।