অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম ইউনুস দেওয়ান (৪৯)। তিনি একই গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত রুস্তুম আলী দেওয়ানের ছেলে।

স্বজন ও প্রতিবেশী সূত্রে জানা যায়, ইউনুস দেওয়ান পেশায় অটোরিকশাচালক। প্রতিদিনের মতো বাইরে ভাড়া খেটে অটোরিকশা নিয়ে গতকাল রাতে বাড়ি ফেরেন। নিজের বসতঘরের পূর্ব পাশে অটোরিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে গভীর রাতে অটোরিকশা চার্জে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।’