ধর্মপাশায় দুপুর ১২টার মধ্যেই ভোট গ্রহণ শেষ
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ধর্মপাশা উপজেলায় একটি কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল নয়টার দিকে উপজেলার ধর্মপাশা উপজেলা পরিষদ ভবনের দুটি কক্ষে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের সময়সীমা বেলা ২টা হলেও ১২টার মধ্যে শতভাগ ভোট পড়ে।
নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার ছয়টি ইউনিয়ন মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৮১ জন। উপজেলায় এবারই প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ভোট দিতে আসা উপজেলার সেলবরষ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হামিদুল ইসলাম বলেন, ‘জীবনের প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট দিয়েছি। নির্বচনের পরিবেশ খুবই ভালো ছিল। কোনোরকম প্রতিবন্ধকতা ছাড়াই ভোট দিতে পেরেছি।’
ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ বলেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও সুষ্ঠু নির্বাচনের কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সালমুন হাসান বলেন, এই ভোট কেন্দ্রে ৮১ জন ভোটার রয়েছেন। বেলা ১২টার মধ্যেই শতভাগ ভোট পড়েছে। বেলা দুইটার পর ফলাফল জানা যাবে।