যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নার্গিস বেগম এখন দলের ভাইস চেয়ারম্যান

নার্গিস বেগম
ছবি: সংগৃহীত

যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নার্গিস বেগমকে দলের ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নার্গিস বেগম বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের স্ত্রী ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের মা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবে বলে দল আশা রাখে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ মে যশোর জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক হন নার্গিস বেগম। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও একেবারে শেষের দিকে জানিয়ে দেন, তিনি প্রার্থী হচ্ছেন না। দলেনর অনেকই তখন মনে করিছিলেন, বয়সের কারণে রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন জেলার প্রবীণ এই রাজনীতিবিদ। তবে হঠাৎই নার্গিস বেগম ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন।