খাগড়াছড়ি সীমান্তে আবারও ১৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে নতুন করে ১৪ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার ভোরে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে তাঁদের ঠেলে পাঠানো হয়। পরে তাঁদের আটক করে বিজিবি।
আটক ১৪ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী ও ৫ জন শিশু। আটক ব্যক্তিরা জানিয়েছেন, ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেপ্তার করে তাঁদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। এর আগে চলতি মাসে কয়েক দফায় খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙা, পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে ৯২ জনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার প্রথম আলোকে বলেন, বৃষ্টির মধ্যেই জোরপূর্বক ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। তাঁরা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। তাঁদের পরিচয় যাচাই–বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।