মহাসড়কে সবজির বাগান!
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলীতে সড়ক বিভাজকের প্রায় ৫২টি বকুল গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা আজমির হোসেন নামের এক ব্যক্তি গাছগুলো কেটে সেখানে সবজি ও ফলের চারা লাগিয়েছেন। ২০১৬ সালে মহাসড়কটি চার লেনে উন্নীত করার পর সৌন্দর্যবর্ধনের জন্য সড়ক ও জনপথ বিভাগ (সওজ) গাছগুলো লাগিয়েছিল। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। সওজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে।