নোয়াখালীতে দুই ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষে তরুণ নিহত, আহত ৪

নিহত সৌরভ হোসেন ওরফে সাজ্জাদছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। একই সময়ে ধারালো অস্ত্রের আঘাতে আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা দেড়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সৌরভ হোসেন ওরফে সাজ্জাদ (২০)। তিনি নোয়ান্নই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. সবুজের ছেলে। আহত ব্যক্তিরা হলেন নাজিম উদ্দিন (১৮), মো. রাকিব (২৫), মো. রিয়াদ হোসেন (২২) ও মো. রাজীব হোসেন (২৪)। তাঁরা একই ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। দুই পক্ষই স্থানীয় এক আওয়ামী লীগ নেতার অনুসারী। পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে বেলা দেড়টার দিকে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাজ্জাদসহ পাঁচজন আহত হন। তাঁদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থা শঙ্কাজনক হওয়ায় আহত রাজীব হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক প্রথম আলোকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাজ্জাদ নামের একজন নিহত হয়েছেন। খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।