চট্টগ্রামে বস্তিতে আগুন লেগে পুড়েছে ৩০টি ঘর

আগুনে পুড়ছে বস্তির ঘরছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকার একটি বস্তিতে আগুন লেগে ৩০টি ঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সাহেব পাড়া বড় মাইল্লার বিল বস্তিতে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসে আজ শনিবার ভোর সাড়ে পাঁচটায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পান তাঁরা। এরপর ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ২৫টি কাঁচা বসতঘর এবং ৫টি সেমিপাকা ঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আগুন লাগার ঘটনার সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।