পটিয়া যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক নিহত

দুর্ঘটনার পর সড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি। আজ সকালে তোলাছবি: এক প্রত্যক্ষদর্শীর সৌজন্যে

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসটির চালকসহ অন্তত চারজন। আজ রোববার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মো. মোরশেদ (২৪)। তিনি সাতকানিয়া উপজেলার পুরানগড় এলাকার মোস্তাফা মিয়ার ছেলে। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আহত যাত্রীরা হলেন মো. রাকিব (১৯), আরিফুল ইসলাম (৩২), মো. আলিম (৫৫) ও আকরাম হোসেন (৫০)। তাঁদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে বান্দরবানে যাচ্ছিল। চট্টগ্রামের দিকে যাচ্ছিল মাছবোঝাই ট্রাকটি। পটিয়া বাইপাসের বৈলতলী সড়কের মোড়ে আসার পর দুটি যানবাহনের সংঘর্ষ হয়। পটিয়া হাইওয়ের থানার ওসি জসিম উদ্দিন আজ সকালে প্রথম আলোকে বলেন, মুখোমুখি সংঘর্ষের পর দুটি যানবাহন সড়কের পাশে খাদে পড়ে যায়। দুটি গাড়ি উদ্ধারের কাজ করছে পুলিশ। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।