ঈশ্বরগঞ্জে চার দিন ধরে নিখোঁজ মাকে খুঁজছেন ছেলে

বীণা রানী দে
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী মহল্লার বাসিন্দা বীণা রানী দে (৫০) গত সোমবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মায়ের নিখোঁজের খবর পেয়ে কর্মস্থল চট্টগ্রাম থেকে ছুটে আসেন ছেলে হীরেন্দ্র চন্দ্র দে। তিনি এসে আত্মীয়স্বজন ও নানা জায়গায় মায়ের খোঁজ করেন। কিন্তু চার দিনেও মায়ের সন্ধান পাননি। পরে তিনি আজ বৃহস্পতিবার থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান মুঠোফোনে বলেন, জিডি নথিভুক্ত হওয়ার পর ওই নারীর সন্ধান পেতে পুলিশ কাজ করছে।

জিডির বিবরণ ও হীরেন্দ্র চন্দ্র দের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ঈশ্বরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধামদী মহল্লার বাসিন্দা। তাঁর বাবার নাম রবীন্দ্র চন্দ্র দে। তাঁরা তিন বোন ও এক ভাই। বোনেরা শ্বশুরবাড়িতে থাকেন। তিনি কর্মসূত্রে চট্টগ্রামে থাকেন। শারীরিকভাবে অসুস্থ বাবাকে নিয়ে তাঁর মা বাড়িতে বসবাস করেন। গত সোমবার বিকালে বাজারসদাই করতে তাঁর মা বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। বাসার অন্য লোকজন মায়ের সঙ্গে থাকা মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে নানা জায়গায় সন্ধান করেও মায়ের খোঁজ পাওয়া যায়নি।

খবর পেয়ে তিনি গত মঙ্গলবার কর্মস্থল থেকে ঈশ্বরগঞ্জে এসে বিভিন্নস্থানে মায়ের খোঁজ করেন। না পেয়ে আজ সকালে থানায় জিডি করেন। হীরেন্দ্র বলেন, তাঁদের কোনো শত্রু নেই।

এলাকার পৌর কাউন্সিলর মো. জহিরুল ইসলাম মুঠোফোনে বলেন, জমি নিয়ে প্রতিবেশী একজনের সঙ্গে বিরোধ ছিল। প্রায় দুই মাস আগে ওই বিরোধের মীমাংসা হয়ে গেছে। তবে ওই নারীর কাছে এলাকার কয়েকজন দাদন ব্যবসায়ীর কিছু টাকা পাওনা রয়েছে স্থানীয় সূত্রে জানা যায়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তাছিনুর রহমান জানান, জিডির পরপরই ওই নারীর সন্ধানে মাঠে নেমেছে পুলিশের একটি দল।