ঘোড়াঘাটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। আজ শুক্রবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের টিঅ্যান্ডটি মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কেছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঘোড়াঘাট পৌর শহরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ভুট্টাবোঝাই ট্রাকের চালক গোলাম রব্বানী ও তাঁর সহকারী মোহাম্মদ রেজওয়ান। নিহত গোলাম রব্বানী জয়পুরহাটের সদর উপজেলার মীরগ্রাম-চৌমুহনী এলাকার মনতাজ আলীর ছেলে। আর নিহত রেজওয়ান একই এলাকার মৃত কমল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৬টার দিকে দিনাজপুর থেকে ভুট্টাবোঝাই একটি ট্রাক গাইবান্ধার দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে গোবিন্দগঞ্জ থেকে সারবোঝাই একটি ট্রাক দিনাজপুরের দিকে আসছিল। ঘোড়াঘাট পৌর শহরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভুট্টাবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকটির কেবিনের ভেতরে ট্রাকচালক ও তাঁর সহকারী চাপা পড়েন। দুর্ঘটনার পরপরই সারবোঝাই ট্রাকচালক ও তাঁর সহকারী ঘটনাস্থলে ট্রাক ফেলে পালিয়ে যান। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে দুমড়েমুচড়ে যাওয়া ভুট্টাবোঝাই ট্রাকের ভেতর থেকে ট্রাকচালক গোলাম রব্বানী ও তাঁর সহকারী মোহাম্মদ রেজওয়ানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। নিহত দুজনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। খবর দেওয়া হয়েছে নিহত দুজনের পরিবারকে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া সারবোঝাই ট্রাকের চালক ও তাঁর সহকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।