নান্দাইলে কলেজছাত্র নওশাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

শিক্ষার্থীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়
ছবি: প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইলে কলেজছাত্র নওশাদ আহমেদ (১৮) হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১২টার দিকে শহরের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের ফটকের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

নিহত নওশাদ আহমেদ কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র ও উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের মৃত আছির উদ্দিন ভূঁইয়ার ছেলে। গত ৩০ জানুয়ারি নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল কিশোর ও তরুণ নওশাদকে মারধর করে মাথা থেঁতলে দেন।

পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওশাদের মৃত্যু হয়। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় এখন পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে আজ সকালে মানববন্ধন করেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ ও সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

বেলা একটার দিকে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়কের ওপর থেকে সরিয়ে দেন।