২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বগুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্র নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাফসান সিয়াম (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত আটটার দিকে বগুড়া শহরের নূরানী মোড়ের সান্তাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় রাকিবুল হাসান (২৩) নামের রাফসানের এক সহপাঠী আহত হয়েছেন। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

নিহত রাফসান সিয়াম বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র এবং শহরের বাদুরতলা এলাকার মো. অরুনের ছেলে।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা বলেন, চাপা দেওয়া অজ্ঞাতনামা ট্রাক জব্দ করা যায়নি। লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে রাকিবুলের মোটরসাইকেলে চেপে রাফসান বগুড়া শহর থেকে সান্তাহার সড়ক হয়ে চারমাথার দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সিয়াম। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।