খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের কর্মবিরতি স্থগিত

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকায় ট্যাংকলরিগুলো অলস পড়ে আছে। আজ সকালে খুলনা কাশিপুর মেঘনা ঘাটেছবি: প্রথম আলো

জ্বালানি তেলে কমিশন ও ট্যাংকলরি ভাড়া কমানোর প্রতিবাদে খুলনার তিনটি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে প্রশাসনের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

এর আগে সকাল আটটা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন ব্যবসায়ীরা। এতে খুলনা বিভাগের ১০ জেলাসহ আশপাশের ১৫ জেলায় তেল পরিবহন ও সরবরাহ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বিকেলে প্রথম আলোকে বলেন, জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংকলরির ভাড়া কমানোর প্রতিবাদে আজ সকাল আটটা থেকে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হয়।

প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা ছয়টা থেকে কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকে যথারীতি তেল উত্তোলন করা হবে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শেখ মুরাদ হোসেন বলেন, ‘আমাদের দাবির সুরাহা না হলে আগামী মাসে আমরা কঠোর ও লাগাতার কর্মসূচিতে যাব।’

এর আগে সকালে খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানিয়েছিলেন, সোমবার রাতে জ্বালানি তেলের দাম ৫ টাকা করে কমানো হয়েছে। সেই সঙ্গে জ্বালানি তেলের কমিশন লিটারে ১০ পয়সা এবং ট্যাংকলরির ভাড়া ৩ পয়সা কমানো হয়েছে। এর প্রতিবাদে আজ সকাল আটটা থেকে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন।

জ্বালানি তেল ব্যবসায়ীদের আগের তিন দফা দাবি হলো—বর্তমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানো, তেলের ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংকলরির ভাড়া বাড়ানো এবং পেট্রলপাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করা।