কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের ভাংনা চিতাখোলা সড়ক এলাকা থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে ওই যুবককে স্থানীয় লোকজন গণপিটুনি দেন বলে জানা গেছে।
নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তাঁর পরনে ছিল আকাশি রঙের গেঞ্জি ও কালো–সাদা রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট।
ভাংনা এলাকার তিনজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত থেকে অজ্ঞাতনামা ওই যুবক ভাংনা চিতাখোলা সড়ক এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় চোর সন্দেহে এলাকাবাসী ওই যুবককে ধাওয়া দিলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে রাত দেড়টার দিকে ওই যুবক আবার চিতাখোলা সড়ক এলাকায় এসে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। এ সময় স্থানীয় ৩০ থেকে ৩৫ জন লোক ওই যুবককে আটকে বেধড়ক মারধর করে ভাংনা খালে ফেলে দেন। কিছুক্ষণ পর খাল থেকে তুলে দেখা যায়, ওই যুবক মারা গেছেন। পরে এলাকাবাসী তাঁকে পার্শ্ববর্তী বালুর মাঠে ফেলে চলে যান।
আজ সকালে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ এসে যুবকের লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ বলেন, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত হয়নি। ওই যুবক চোর ছিল কি না, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।