চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের পূর্ব সাহেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে স্থানীয় আমিনুল হক, নয়নতারা, শাহাবুদ্দিন, সুজাউল হক ও মাদল হকের পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমিনুল হক জানান, মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে ১ লাখ ৮০ হাজার টাকা তুলে ঘরে রেখেছিলেন। টাকাসহ তাঁদের পাঁচ ভাইয়ের ঘরের সব টাকা, স্বর্ণালংকার, আসবাব ও জামাকাপড় পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।