বাঁশখালীতে ‘বয়সের ভারে’ বন্য হাতির মৃত্যু

বন্য হাতিফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে আবারও বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার জলদী রেঞ্জের পাইরাং বিটের আওতাভুক্ত মনুমার ঝিরি এলাকা থেকে ওই হাতির মরদেহ উদ্ধার করে বন বিভাগ। বয়সের ভারে দুর্বল হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা বন বিভাগের।

এ নিয়ে গত ১০ বছরে বাঁশখালীতে ১৬টি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে উপজেলার কালীপুর রেঞ্জে ১১টি এবং জলদী রেঞ্জে ৫টি হাতির মৃত্যু হয়। বিদ্যুতের ফাঁদ, খাদ্যে বিষক্রিয়া, অসুস্থতাসহ নানা কারণে এসব হাতির মৃত্যু হয়েছে বলে বন বিভাগের তদন্তে উঠে এসেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বন বিভাগ জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন মনুমার ঝিরি এলাকায় একটি মৃত হাতি দেখেন। তাঁদের কাছ থেকে বিষয়টি জানার পর বন বিভাগের লোকজন আজ বিকেলে ঘটনাস্থলে গিয়ে হাতিটির মরদেহ থেকে ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করেন।

বন বিভাগ জানায়, মৃত হাতির শরীরে আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, হাতিটির বয়স বেশি হওয়ার কারণে দুর্বল হয়ে মারা যায়।

জলদী রেঞ্জের বিট কর্মকর্তা শাহ আলম বলেন, ‘পুরুষ হাতিটির বয়স ১০০ বছরের কাছাকাছি। আমরা তথ্য নিয়েছি এবং তদন্ত করছি। পাশাপাশি থানায় জিডিসহ আইনগত ব্যবস্থা নিচ্ছি। পরে হাতিটি নিয়ম অনুসারে পুঁতে ফেলা হবে।’

জলদী বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।