রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর আবার গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী

গ্রেপ্তারপ্রতীকী ছবি

রাজশাহীর বোয়ালিয়া থানা ঘেরাওয়ের পর অন্য মামলায় আওয়ামী লীগ কর্মী মো. বিচ্ছাদকে (৫০) আবার গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এবার মো. বিচ্ছাদকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার মো. বিচ্ছাদ নগরের বোয়ালিয়া থানার কেদুর মোড় মহল্লার বাসিন্দা। এর আগে গত সোমবার বিচ্ছাদকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন স্থানীয় লোকজন। পরদিন মঙ্গলবার বোয়ালিয়া থানা-পুলিশ তাঁকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান। তবে জামিন পেয়ে বিচ্ছাদ সেদিনই এলাকায় ফেরেন। এতে ক্ষুব্ধ হন স্থানীয় লোকজন। রাতে তাঁরা বোয়ালিয়া থানা ঘেরাও করে প্রতিবাদ জানান।

বিক্ষুব্ধ ছাত্র-জনতার ভাষ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার সময় আওয়ামী লীগের অন্য নেতা-কর্মীদের সঙ্গে ছিলেন মো. বিচ্ছাদ। ভিডিও ফুটেজেও তাঁকে দেখা গেছে। এরপরও তাঁকে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছিল না। এ ঘটনার জন্য তারা পুলিশকে দায়ী করে বিচ্ছাদকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। এমন পরিস্থিতির মধ্যে বুধবার বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদকে বদলি করা হয়। নতুন ওসি হয়ে আসেন পুলিশ পরিদর্শক মোস্তাক হাসান। তিনি আসার পর আবার বিচ্ছাদকে গ্রেপ্তার করা হয়েছে।

নতুন ওসি মোস্তাক হাসান বলেন, রাতে কেদুর মোড়ের বাড়ি থেকেই বিচ্ছাদকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।